Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

চিহ্নিত বা ঐচ্ছিক পেশির প্রকারভেদ ও কাজ নিচে উল্লেখ করা হলোঃ
ফ্লেক্সর পেশিঃ দেহের কোন অংশকে অপর কোন অংশের উপর ভাঁজ হতে সাহায্য করে। উদাহরণঃ বাইসেপস।
এক্সটেনসর পেশিঃ ভাঁজ করা অংশকে পুনরায় সোজা হতে সহায়তা করে। উদাহরণঃ ট্রাইসেপস।
অ্যাবডাকটর পেশিঃ দেহের কোন অংশকে দেহের অক্ষ হতে দূরে সরে যেতে সহায়তা করে। উদাহরণঃ ডেলটয়েড।
অ্যাডাক্টর পেশিঃ দেহের কোন অংশকে দেহ অক্ষের কাছে বা নিকটে আনতে সাহায্য করে। উদাহরণঃ লাটিসিমাস ডরসি।
ডিপ্রেসর পেশিঃ দেহের কোন অংশকে নিচে নামাতে অংশ নেয়। উদাহরণঃ ডিপ্রেসর ম্যান্ডিবুলার।
লিভেটর পেশিঃ দেহের কোন অংশকে উপরে উঠতে সহায়তা করে। উদাহরণঃ ম্যাসেটর।
রোটেটর পেশিঃ দেহের কোন অংশের আব্ররতনে সহায়তা করে। উদাহরণঃ পাইরিফমিস।