মস্তিষ্ক

প্রাপ্ত বয়স্ক মানুষের মস্তিষ্কের আয়তন প্রায় ১৫০০ ঘন সেন্টিমিটার, গড় ওজন

মস্তিষ্ক

প্রাপ্ত বয়স্ক মানুষের মস্তিষ্কের আয়তন প্রায় ১৫০০ ঘন সেন্টিমিটার, গড় ওজন প্রায় ১.৩৬ কেজি এবং এতে প্রায় ১০০ বিলিয়ন নিউরন থাকে।

মানুষের মস্তিষ্ক ৩টি প্রধান ভাগে বিভক্ত।যথ-

  • অগ্রমস্তিষ্ক ( Forebrain or Prosencephalon )
  • মধ্যমস্তিষ্ক (Midbrain or Mesencephalon ) এবং
  • পশ্চাৎমস্তিষ্ক ( Hindbrain or Rhombencephalon )
মেনিনজেস

সমগ্র মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের আবরণই হলো মেনিনজেস। এটি ৩টি তন্তুময় ঝিল্লি নিয়ে গঠিত। যথা- বাইরের ড্যুরাম্যাটার, মধ্যবর্তী অ্যারাকনয়েড ম্যাটার এবং ভিতরের পায়া ম্যাটার।

Md. Rasel Hossain
Md. Rasel Hossain
Articles: 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *