Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

কোষগুলো দেখতে নলাকার ও সূক্ষ্ম তন্তুর মতো যা গুচ্ছবদ্ধ থাকে। পেশিতন্তুর এ ধরনের গুচ্ছকে ( Bundle ) ফ্যাসিকুলাস ( Fasciculushis বহুবচনে Fasciculi ) বলা হয়। প্রতিটি গুচ্ছ পেরিমাইসিয়াম ( Perimysium ) নামক যোজক টিস্যু নির্মিত আবরণে আবৃত।
অনেকগুলো ফ্যাসিকুলি একত্রিত হয়ে একটি বড় গুচ্ছ গঠন করে। এপিমাইসিয়াম ( Epimysium ) নামক আরেক ধরনের যোজক টিস্যু নির্মিত আবরণে গুচ্ছটি আবৃত থাকে। ঐচ্ছিক পেশিগুলো দেহাভ্যন্তরে এভাবে গুচ্ছাকারে অবস্থান করে।
প্রতিটি পেশিতন্তু সারকোলেমা নামক সুস্পষ্ট এক আবরণে আবৃত থাকে। এর ঠিক নিচে কয়েকশ গোলাকার বা ডিম্বাকার নিউক্লিয়াস দেখা যায়। প্রতিটি পেশিকোষের অভ্যন্তরে কতকগুলো অতিসূক্ষ্ম তন্তু বা মায়োফাইব্রিল পাওয়া যায়। উপতন্তুর সমস্ত দেহ জুড়ে পর্যায়ক্রমিকভাবে অবস্থিত কতকগুলো অনুপ্রস্থ রেখা দেখা যায়। এ রেখাগুলো ( দাগগুলো ) থাকার জন্যই এ পেশিটিস্যুকে রৈখিক পেশি বা চিহ্নিত পেশি বলে।
বড় বড় অস্থির সংযোগস্থলে এ ধরনের পেশি বেশি পাওয়া যায়, আর সে কারনেই এদের কঙ্কাল পেশি ( Skeletal muscle )-ও বলা হয়ে থাকে। চোখে, জিহ্বায়, গলবিলে এগুলো অবস্থান করে।
এ ধরনের পেশির সংকোচন-প্রসারণ ক্ষমতা খুব দ্রুত ও শক্তিশালী। প্রাণীর চলন এ পেশির মাধ্যমে ঘটে । পেশির কাজ প্রাণির ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রিত হয়, তাই রৈখিক পেশিকে ঐচ্ছিক পেশি বলে আখ্যায়িত করা হয়।