স্থুলতা

আদর্শ দৈহিক ওজনের ২০% বা তার বেশি পরিমাণ মেদ দেহে সঞ্চিত হলে তাকে.......
স্থুলতা

আদর্শ দৈহিক ওজনের ২০% বা তার বেশি পরিমাণ মেদ দেহে সঞ্চিত হলে তাকে স্থুলতা বলে। চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় স্থুলতার কারণ, প্রতিরোধ, চিকিৎসা ও অস্ত্রোপচার সম্বন্ধে আলোচনা করা হয় তাকে বেরিয়ামেট্রিকস বলে। দেহের ওজন সূচক Body Mass Index/BMI 30 kg/m2 এর অধিক হলে তারা স্থুল প্রকৃতির বলে বিবেচনা করা হয়।

এশিয়ান মানুষের স্থুল হওয়ার প্রবণতা ইউরোপিয়ানদের চেয়ে কম। গড়ে স্থুলতার কারণে মানুষের গড় আয়ু ৭-৮ বছর কমে যায় এবং অতিমাত্রায় স্থুলতার ( ৩য় স্তর) কারণে মানুষের গড় আয়ু ১০ বছর কমে যায়। এছাড়া ডায়াবেটিস রোগীদের মধ্যে ৬৪% পুরুষ এবং ৭৭% নারী মহিলার ক্ষেত্রে ডায়াবেটিস স্থুলতার সাথে সম্পর্কিত।

স্থুলতার কারণ
  • জিনগতঃ স্থুলকায় বাবা-মায়ের সন্তান প্রায় ৮০ ভাগ ক্ষেত্রে স্থুলকায় হয়।
  • পারিবারিক জীবনযাত্রা
  • আবেগ
  • কর্মক্ষেত্র
  • মানসিক আঘাত
  • বিশ্রাম অভাব
  • লিঙ্গভেদেঃ নারীতে মেদ জমার সম্ভাবনা বেশি থাকে।
  • গর্ভাবস্থাঃ প্রতিবার গর্ভধারণে অধিকাংশ ক্ষেত্রে নারীদেহে ৪-৬ পাউন্ড ওজন বেড়ে যায়।
  • নিদ্রাহীনতাঃ রাতে ৬ ঘন্টার কম ঘুমালে স্থুলতা বেড়ে যায়।
  • শিক্ষার অভাব
  • অসুখঃপলিসিস্টিক ওভারি সিনড্রোম হলে নারীদেহে, কুসিং সিনড্রোম, হাইপোথাইরেডিজম প্রভৃতি।
  • ওষুধঃ কর্টিকোস্টেরয়েড, অ্যান্টিডিপ্রেসেন্টস, জন্মবিরতিকরণ বড়ি, ইনসুলিন প্রভৃতি।
সৃষ্ট রোগ
  • করোনারি হৃদরোগ
  • উচ্চ রক্তচাপ
  • স্লিপ অ্যাপনিয়া
  • স্ট্রোক
  • টাইপ-২ ডায়াবেটিস
  • অস্টিও-আর্থ্রাইটিস
  • যকৃত ও পিত্তথলির অসুখ
  • ক্যান্সার ( স্তন ও কোলন )
  • বন্ধ্যাত্ব ইত্যাদি
প্রতিরোধ
  • নিয়মিত ব্যায়ামঃ সপ্তাহে অন্তত ১৫০-২৫০ মিনিট দ্রুত হাঁটা বা সাঁতার কাটা প্রয়োজন।
  • স্বাস্থ্যসম্মত খাদ্যগ্রহণ
  • খাদ্য নিয়ন্ত্রণ
  • লোভনীয় খাবার পরিহার
  • দেহের ওজন নিয়মিত পর্যবেক্ষণ করা
  • চিকিৎসাঃ Orlistat, Lorcaserin, Phentermine প্রভৃতি।
  • গ্যাস্ট্রিক বেলুন ব্যবহার
  • বেরিয়াট্রিক সার্জারি।

তথ্যসূত্রঃ ১.bn.wikipedia.org

Md. Rasel Hossain
Md. Rasel Hossain
Articles: 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *