নিউরোট্রান্সমিটার

যে রাসায়নিক পদার্থ সিন্যাপসের মধ্য দিয়ে এক ...

নিউরোট্রান্সমিটার

যে রাসায়নিক পদার্থ সিন্যাপসের মধ্য দিয়ে এক নিউরন থেকে অন্য নিউরন বা পেশি বা গ্রন্থিতে স্নায়ু উদ্দীপনা পরিবহন করে তাকে নিউরোট্রান্সমিটার বলে। এ পদার্থ প্রিসিন্যাপটিক নিউরনের ভেসিকলে জমা থাকে ও প্রয়োজনে সিন্যাপটিক ক্লেফটে মুক্ত হয়।

অ্যাসিটাইল কোলিন সবচেয়ে বেশি ব্যবহৃত নিউরোট্রান্সমিটার।

নিউরোট্রান্সমিটারের প্রকারভেদ

নিউরোট্রান্সমিটার ২ প্রকার।যথা-

  1. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নিউরোট্রান্সমিটারঃ ডোপামিন, গ্লাইসিন, GABA, গ্লুটামেট প্রভৃতি।
  2. প্রান্তীয় স্নায়ুতন্ত্রের নিউরোট্রান্সমিটারঃ অ্যাসিটাইল কোলিন, অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, হিস্টামিন প্রভৃতি।
Md. Rasel Hossain
Md. Rasel Hossain
Articles: 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *