অনৈচ্ছিক পেশি

কোষের আবরণী বা সারকোলেমা অস্পষ্ট। মায়াফাইব্রিলে....

মসৃণ ( ভিসেরাল ) বা অনৈচ্ছিক পেশি

গঠন

কোষের আবরণী বা সারকোলেমা অস্পষ্ট। মায়াফাইব্রিলে কোনো আড়াআড়ি রেখা দেখা যায় না। পৌষ্টিকনালি, রক্তনালি,শ্বাসনালি, মূত্রথলি, জরায়ু, গ্রাসনালি, পিত্তথলি, পাকস্থলি প্রভৃতি অঙ্গের প্রাচীরে এ পেশি পাওয়া যায়। মসৃণ পেশিগুলো আন্তরযন্ত্রীয় ( Visceral ) অঙ্গের প্রাচীরে থাকে বলে এগুলোকে ভিসেরাল পেশিও বলে।

কাজ

এ টিস্যুর সংকোচন-প্রসারণ ক্ষমতা ধীর ও দীর্ঘস্থায়ী। বিভিন্ন বস্তুর যাতায়াত নিয়ন্ত্রণে এ টিস্যু অগ্রণী ভূমিকা পালন করে। যেমন- খাদ্যবস্তু এ টিস্যুর মাধ্যমে পেরিস্ট্যালসিস ( Peristalsis ) প্রক্রিয়ায় পৌষ্টিকনালির উপর অংশ থেকে নিচের দিকে ধাবিত হয়। এ পেশির সংকোচন প্রাণীর ইচ্ছানির্ভর নয় বলে একে অনৈচ্ছিক পেশি বলা হয়ে থাকে।

Md. Rasel Hossain
Md. Rasel Hossain
Articles: 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *