গ্যাস্ট্রিক জুস ক্ষরণ

গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ হয় ৩টি ধাপে...........
গ্যাস্ট্রিক জুস ক্ষরণ

গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ হয় ৩টি ধাপে। যথাঃ

  • স্নায়বিক বা সেফালিক ধাপ
  • গ্যাস্ট্রিক ধাপ
  • আন্ত্রিক ধাপ
সেফালিক ধাপ
  • পাকস্থলিতে খাদ্য পোঁছার আগেই শুরু হয়।
  • এক ঘন্টা স্থায়ী হয়।
  • স্নায়ু উদ্দীপনা মস্তিষ্ক থেকে ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে পাকস্থলিতে পোঁছায়।
গ্যাস্ট্রিক ধাপ
  • পাকস্থলিতে সংঘটিত হয়।
  • গ্যাস্ট্রিক জুস ক্ষরণ প্রায় ৪ ঘন্টা স্থায়ী হয়।
আন্ত্রিক ধাপ
  • ক্ষুদ্রান্ত্রে সংঘটিত হয়।
  • ডিওডেনামের মিউকোসা দুধরনের হরমোন ক্ষরণ করে। যথাঃ

ক. সিক্রেটিন ( এসিড বিরোধী হরমোন ) পাকস্থলিতে গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাঁধা দেয়।

খ. কোলেসিস্টকাইনিন ( CCK ) পাইলোরিক স্ফিংটারের পেশিকে সংকুচিত করে পাকস্থলি শূন্য হতে বাধা দেয়।

তথ্যসূত্রঃ ১.bn.wikipedia.org

Md. Rasel Hossain
Md. Rasel Hossain
Articles: 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *