অগ্রমস্তিষ্কের কাজ

দৃষ্টি, শ্রবণ, ঘ্রাণ, কথন, স্পর্শানুভূতি, স্মৃতিশক্তি, কর্মপ্রেরণা, বাকশক্তি নিয়ন্ত্রণ.....

অগ্রমস্তিষ্কের কাজ

সেরেব্রাম
  • দৃষ্টি, শ্রবণ, ঘ্রাণ, কথন, স্পর্শানুভূতি, স্মৃতিশক্তি, কর্মপ্রেরণা, বাকশক্তি নিয়ন্ত্রণ করে।
  • সংবেদী অঙ্গ থেকে আসা অনুভূতি গ্রহণ ও বিশ্লেষণ করে।
  • চিন্তা, বুদ্ধি, ইচ্ছা ও উদ্ভাবনী শক্তি প্রভৃতি মানসিক বোধের নিয়ন্ত্রণ করে।
  • বিভিন্ন সহজাত প্রবৃত্তির নিয়ন্ত্রক।
  • দেহের সব ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে।
থ্যালামাস
  • সংজ্ঞাবহ স্নায়ুর রিলে স্টেশন হিসেবে কাজ করে।
  • মানুষের ব্যক্তিত্ব ও সামাজিক আচরণের প্রকাশ ঘটায়।
  • রাগ/ক্রোধ, পীড়ন প্রভৃতি আবেগ সৃষ্টি করে।
  • চাপ, স্পর্শ, যন্ত্রণা, অনুভূতির কেন্দ্র।
  • ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে পরিবেশ সম্পর্কে সতর্ক করে।
হাইপোথ্যালামাস
  • দেহতাপ নিয়ন্ত্রণ করে।
  • ঘুম/নিদ্রা নিয়ন্ত্রণ করে।
  • আবেগ/উদ্বেগ, ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, রাগ, পীড়ন, ভাল লাগা, ঘৃণা প্রভৃতির কেন্দ্র।
  • স্বয়ংক্রিয় স্নায়ুর কেন্দ্র রূপে কাজ করে।
  • নিউরোহরমোন উৎপাদন করে ট্রপিক হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে।
  • ভ্যাসোপ্রেসিন ও অক্সিটোসিন নামে দুধরনের নিউরো হরমোন সরাসরি ক্ষরিত হয় ও তা পশ্চাৎ পিটুইটারির মধ্যে জমা থাকে।

Md. Rasel Hossain
Md. Rasel Hossain
Articles: 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *