হাঁটু সঞ্চালনে অস্থি ও পেশির সমন্বয়

কোন অঙ্গকে যথেষ্ট পরিচালনা করা বা স্থানান্ত্রে নেওয়া পেশি ............

হাঁটু সঞ্চালনে অস্থি ও পেশির সমন্বয়

কোন অঙ্গকে যথেষ্ট পরিচালনা করা বা স্থানান্ত্রে নেওয়া পেশি কঙ্কালতন্ত্রের পারস্পরিক ছন্দবদ্ধ ক্রিয়ার উপর নির্ভরশীল। অস্থি দেহের কঙ্কালতন্ত্র গঠন করে। কঙ্কালতন্ত্র দেহের অবয়বের কাঠামো। কাঠামোর উপরে আচ্ছাদন হিসেবে থাকে পেশিতন্ত্র ( Musclular system ) । এ পেশি ঐচ্ছিক প্রকৃতির হওয়ায় মানুষ দেহকে বা দেহের কোনো উপাঙ্গকে যথেচ্ছ আন্দোলিত করতে পারে। কন্ডরা বা টেন্ডন ( Tendon ) দিয়ে পেশি অস্থির সাথে যুক্ত থাকে। হাঁটু সঞ্চালনে অস্থি ও পেশি যেভাবে সমন্বয় সাধন করে তা নিচে সংক্ষেপে বর্ণনা করা হলো।

বক্রীকরণ পেশিঃ জানুসন্ধি ( Knee joint ) পেছন দিকে বাঁকাতে দুটি পেশিগুচ্ছের প্রয়োজন হয়।

১.হ্যামস্ট্রিং পেশি ( Hamstring muscle ): হ্যামস্ট্রিং পেশি তিনটি পেশি নিয়ে গঠিত। পেশিগুলো উরুর পিছনে থাকে।

  • বাইসেপস ফিমোরিস ( Biceps femoris )
  • সেমিমেম্ব্রোনোসাস ( Semimembronousus )
  • সেমিটেন্ডিনোসাস ( Semitendinousua )

২.গ্যাস্ট্রোকনেমিয়াস পেশিঃ গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি টিবিয়ার পেছনে অবস্থিত পায়ের ডিম বা গুলির প্রধান পেশি। এটি ফিমারের কন্ডাইল ( Condyle ) থেকে সৃষ্টি হয়ে টিবিয়ার পেছন দিয়ে গোড়ালিঅস্থি বা ক্যালকেনিয়াস ( Calcaneus ) এর সাথে অ্যাকিলিস কন্ডরা ( Achilles tendon or calcanean tendon ) দিয়ে যুক্ত থাকে।

প্রসারণ পেশিঃ উরুর সামনে অবস্থিত চারটি পেশি নিয়ে গঠিত কোয়াড্রিসেপস ফিমোরিস ( Quadriceps femoris ) হাঁটু সন্ধির প্রসারণ ঘটায়। এ চারটি পেশি হলো-

  1. রেকটাস ফিমোরিস (Rectus femoris )
  2. ভ্যাসটাস মিডিয়ালিস ( Vastas medialis )
  3. ভ্যাসটাস ল্যাটারালিস ( vastas lateralis )
  4. ভ্যাসটাস ইন্টারমিডিয়াস ( Vastas intermedius )

(২,৩,৪) – পেশি তিনটি একসঙ্গে প্যাটেলা ( Patella)- র কন্ডরার মাধ্যমে টিবিয়ার সামনে যুক্ত হয়। এসব পেশির সংকোচনে হাঁটুসন্ধির প্রসারণ ঘটে।

Md. Rasel Hossain
Md. Rasel Hossain
Articles: 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *