বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত আবু দাউদ শরীফ পিডিএফ

বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত আবু দাউদ শরীফ ৩য় খণ্ড পিডিএফ

আবু দাউদ সুলাইমান ইবনে আল-আশআস আল-আজদি আস-সিজিস্তানি (আরবি: أبو داود سليمان بن الأشعث الأزدي السجستاني‎‎), ইমাম আবু দাউদ নামে পরিচিত) ছিলেন একজন পারস্যদেশীয় ইসলামি পণ্ডিত। তিনি হাদিস গ্রন্থ সুনান আবু দাউদ সংকলন করেছেন। এই গ্রন্থ কুতুব আল-সিত্তাহর অন্যতম এবং সুন্নিদের নিকট সম্মানিত...

আবু দাউদ সুলাইমান ইবনে আল-আশআস আল-আজদি আস-সিজিস্তানি (আরবি: أبو داود سليمان بن الأشعث الأزدي السجستاني‎‎), ইমাম আবু দাউদ নামে পরিচিত) ছিলেন একজন পারস্যদেশীয় ইসলামি পণ্ডিত। তিনি হাদিস গ্রন্থ সুনান আবু দাউদ সংকলন করেছেন। এই গ্রন্থ কুতুব আল-সিত্তাহর অন্যতম এবং সুন্নিদের নিকট সম্মানিত।

হাদীসের সুনান গ্রন্থগুলোর মধ্যে অন্যতম হলো সুনান আবূ দাউদ। ইমাম আবূ দাউদ (রহ) সুনিপুণভাবে ফিকহী মাসআলা অনুসারে এই হাদীসগ্রন্থটিকে সাজিয়েছেন। তাইতো ফিক্বাহবিদগণ বলেন : “একজন মুজতাহিদের পক্ষে ফিক্বাহর মাসআলা বের করতে আল্লাহর কিতাব কুরআন মাজীদের পরে এই সুনান আবূ দাউদই যথেষ্ট। এটি আবু দাউদ শরীফের ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত অনুবাদ, যা তাহক্বীককৃত নয়।

আবু দাউদ শরীফ ৩য় খণ্ড পিডিএফ (pdf) পড়ুন

Download (ডাউনলোড ) করতে চাইলে নীচের ডাউনলোড অপশনে ক্লিক করুন।

বিঃদ্রঃ আমরা বিভিন্ন অনলাইন সোর্স থেকে বই সংগ্রহ করে এখানে প্রকাশ করে থাকি।

আপনার কোনো পিডিএফ বইয়ের প্রয়োজন হলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন , আমরা তা সংগ্রহ করার চেষ্টা করব (ইন্শাআল্লাহ )।

Md Golam Kibria
Md Golam Kibria
Articles: 65

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *